Header Ads

Header ADS

বিধবা | Bidhoba | Promo | Zaher Alvi | Ahona Rahman | Faizul kabir Rothi | Bangla New Natok 2024


 Bindu Vision এ দেখতে পাবেন নতুন নতুন নাটক Bindu Vision এর সাথেই থাকুন

বিধবা ?

বিধবা বলতে বোঝায় সেই সকল মহিলা যাদের স্বামী মারা গেছেন। এই ধরনের পরিস্থিতিকে সাধারণত বলা হয় বিধবাদশা।


বিধবা সম্পর্কে কিছু তথ্য:


সংজ্ঞা:

ঐতিহ্যগতভাবে, বিধবা বলতে বোঝায় সেই সকল মহিলা যাদের স্বামী মারা গেছেন।

সম্প্রতি কিছু কিছু ক্ষেত্রে, যাদের স্বামী দীর্ঘদিন ধরে অনুপস্থিত তাদেরও বিধবা হিসেবে গণ্য করা হয়।

বিধবাদের সংখ্যা:

বিশ্বব্যাপী বিধবাদের সংখ্যা প্রায় 258 মিলিয়ন।

বাংলাদেশে বিধবাদের সংখ্যা প্রায় 4 কোটি।

সামাজিক ও অর্থনৈতিক সমস্যা:

বিধবাদের অনেক সামাজিক ও অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হয়।

অনেক সমাজে বিধবাদের প্রতি নেতিবাচক ধারণা বিদ্যমান।

অনেক বিধবা আর্থিকভাবে নিরাপদ নন এবং তাদের জীবিকা নির্বাহের জন্য সংগ্রাম করতে হয়।

সরকারি সহায়তা:

বাংলাদেশ সরকার বিধবাদের জন্য বিভিন্ন সহায়তা প্রদান করে।

এর মধ্যে রয়েছে বিধবা ভাতা, বিধবা পুনর্বাসন প্রশিক্ষণ, এবং বিধবা ও স্বামী পরিত্যাক্ত নারীদের জন্য আশ্রয়কেন্দ্র।

আইনি অধিকার:

বাংলাদেশের আইনে বিধবাদের বিভিন্ন অধিকার রয়েছে।

এর মধ্যে রয়েছে সম্পত্তির অধিকার, উত্তরাধিকারের অধিকার, এবং ভরণপোষণের অধিকার।


আর আমাদের সমাজে, বিধবা নারিদের অনেক অত্যাচার ও অপমানের সম্মুখীন হওয়া লাগে।

 ্আমরা এই নাটকটার ভেতর এমন কিছু বাস্তব চরিত্র তুলে ধরার চেষ্টা করেছি ,আপনারা অবশ্যই পুরোনাটোকটা দেকবেন ,আর আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।

সবাই বিন্দুভিশণ এর সাথে থাকবেন, আর এই ঈদে আমরা নতুন নতুন অনেক নাটক নিয়ে আসছি ধামাকা হবে এই ঈদে, সব নতুন নতুন নাটক দেখতে চোখ রাখুন বিন্দুভিশনে।

#বিধবা #BanglaNewNatok2024 #Bangla_Natok


No comments

Powered by Blogger.